বুধবার, ১৫ জুন, ২০১১

ফ্ল্যাশ ড্রাইভ থেকে ইনস্টল করুন উইন্ডোজ

লিখেছেনঃ Back4u তারিখঃ ১৯/০২/২০১১

নিঃসন্দেহে উইন্ডোজ সবচেয়ে জনপ্রিয় অপারেটিং সিস্টেম। আর আমরা সাধারণত উইন্ডোজ ইন্সটল করি সিডি বা ডিভিডি থেকে। সমস্যা হল আপনার সিডি/ডিভিডি রমে যদি সমস্যা থাকে, যেমন- কাজ না করে, নষ্ট বা সিডি/ডিভিডি ডিস্কে অন্য কোন সমস্যা থাকে, তখন কী করবেন? খুবই চিন্তার বিষয়! এ অবস্থায় আমাদের খুব বিপাকে পড়তে হয়। তবে আপনার কাছে যদি ৪ গিগাবাইট বা এর চেয়ে বেশি ধারণক্ষমতা সম্পন্ন একটি ফ্লাস ডিস্ক থাকে তাহলে কোন চিন্তাই নেই।
ফ্লাস ডিস্ক হিসেবে আপনি নিতে পারেন পেনড্রাইভ বা মেমোরি কার্ড ইত্যাদি। যাক, এবার কাজের কথায় আসি। এখন কীভাবে সম্ভব? তাই না।

দেখুন নিচের ধাপগুলোঃ

১. প্রথমে ৪ গিগাবাইটের একটি ফ্লাসডিস্ক, উইন্ডোজের সিডি/ডিভিডি ও উইনটুফ্লাশ সফটওয়্যার নিন।
২. সফটওয়্যারটি ডাউনলোড করতে এখানে যান www.wintoflash.com ।
৩. কম্পিউটারে উইন্ডোজের সিডি বা ডিভিডি এবং ফ্লাসডিস্ক প্রবেশ করান।
৪. এবার সফটওয়্যারটি ইন্সটল করে চালু করুন।
৫. WintoFlash Wizard থেকে Windows File Path এ সিডি/ডিভিডি ড্রাইভের ফাইলগুলো দেখিয়ে দিন এবং USB Device এ কম্পিউটারে সংযুক্ত ফ্লাসডিস্কটি দেখিয়ে দিন।
৬. এবার Next বাটনে ক্লিক করুন, তাহলে কিছুক্ষণের মধ্যে ইউএসবি ডিক্সটি বুটবেল হিসাবে তৈরী হবে।

এবার আসুন সেটআপ কার্যক্রমেঃ

১. প্রথমে বায়োস থেকে ফার্ষ্ট বুট হিসেবে Removal Devices নির্বাচন করুন।
২. এবার বায়োসের সেটিং সেভ করে বেরিয়ে আসুন।
৩. এবার ফ্লাসডিস্কটি বুট হলে 1st, text mode setup (Boot from flash again after finished) নির্বাচন করুন এবং সেট আপ করতে এন্টার চাপুন।
৪. এবার কম্পিউটার ফাইল কপি শুরু হবে। কপির পরে কম্পিউটার রিস্টার্ট হবে।
৫. এবার 2nd, GUI mode setup, continue setup + 1st start of Windows নির্বাচন করুন। তাহলে Setup শেষ হবে।
»» read more

মঙ্গলবার, ১৪ জুন, ২০১১

অসাধারন কিছু টুথপিক শিল্পকর্ম

লিখেছেনঃ মরুভূমির জলদস্যু তারিখঃ ০৭/০৬/২০১১



নেটে ঘুরতে ঘুরতে নানান সময় নানান ধরনের মজার ছবি চোখে পড়ে। এর কোন কোনটি হয়তো সুন্দর, রহস্যময় বা উদ্ভট। কখনো ইচ্ছে করে সবার সাথে তা শেয়ার করি। এরই ধারাবাহিকতায় আজ আপনাদের সাথে শেয়ার করছি টুথপিক দিয়ে তৈরি করা অদ্ভুত কিছু শিল্পকর্মের ছবি।
১। ট্রেন

১৯২০সালের ট্রেনটির ৫৮ × ১৮ × ১৩ সেন্টিমিটার মাপের এই মডেলটি তৈরি করতে সময় লেগেছে এক বছর, আর এতে ব্যবহার করা হয়েছে ৮০০টি টুথপিক।
২। জাহাজ

পালতোলা এই জাহাজটির সাইজ ৫৭ × ৫৬ × ১৩ ইঞ্চি। ২৫,০০০টিরও বেশি টুথপিক লেগেছে এই মডেলটি তৈরি করতে। ১৯৯১ সালে এটির তৈরির কাজ শুরু হয়, কাজ যখন শেষ হয় তখন ক্যালেন্ডারের পাতা ১৯৯৩এর ঘরে।
৩। ঘোড়া 

একবার অনুমান করুনতো এই ঘোড়াটি তৈরি করতে কতটি টুথপিক লাগতে পারে? মাত্র দেড় মিলিয়ন টুতপিক লেগেছে এই কর্মসাধন করতে। ৮ বর্গ মিটারের এই ত্রিমাত্রিক টুথপিক কর্মটি ২০০৭ সালে ৪০দিনে তৈরি হওয়ার সাথে সাথেই তা GuinnessWorldRecords এ সবচেয়ে বড় ত্রিমাত্রিক টুথপিক চিত্র হিসেবে স্থান করে নেয়।
৪। কাবাঘর
পৃথিবীর সবচেয়ে বড় মসজিদের এই টুথপিক রেপ্লিকা তৈরিতে কোয়াটার মিলিয়ন টুথপিক লেগেছে। ১৫ ফুট লম্বা এই মডেল তৈরিতে সময় লেগেছে তিন মাস।
৫। নিউওর্ক সিটির

নিউওর্ক সিটির ১.৪ মাইল লম্বা যায়গার টুথপিক রেপ্লিকাটি তৈরি হয়েছে ২১ ফুট যায়গায়। ৫০,০০০টি টুথপিক দিয়ে এই মডেল তৈরিতে সময় লেগেছে এক মাস।
৬। সিডনি অপেরা হাউস

এই অপেরা হাউসটি তৈরিতে ব্যবহার হয়েছে ৩৫,০০০টি টুথপিক।
৭। তাজমহল

১৫,০০০ টি টুথপিক ব্যবহার করা হয়েছে এই তাজমহলটি তৈরি করতে।
৮। “পিটার’স স্কয়ার”

ভেটিকান সিটির পিটার’স স্কয়ারের ১০ ফুট লম্বা এই রেপ্লিকা তৈরিতে সময় লেগেছে ৩ মাস। প্রায় ১,৫০,০০০টি টুথপিক লেগেছে এটি তৈরিতে।
আগামীতে আবার দেখা হবে অন্য কিছু ছবির সাথে, ততোদিন সকলেই ভালো খাকবেন।

এখনো অনেক অজানা ভাষার অচেনা শব্দের মত এই পৃথিবীর অনেক কিছুই   অজানা-অচেনা রয়ে গেছে!! পৃথিবীতে কত অপূর্ব রহস্য লুকিয়ে আছে- যারা দেখতে চায় তাদের ঝিঁঝি পোকার বাগানে নিমন্ত্রণ।
»» read more

উইন্ডোজের বহুল ব্যবহৃত কিছু কিবোর্ড শর্টকাট

লিখেছেনঃ মাহবুব শাহরিয়ার তারিখঃ ১৪/০৩/২০১১


আমাদের দেশে কম্পিউটারের বহুল প্রচলন হয়েছে বেশ অনেক দিন হল। বর্তমানে এই যন্ত্রটির সাথে পরিচিত নয় এমন মানুষ খুজে পাওয়া যাবে না। নানা কর্ম সম্পাদনে দক্ষ এই যন্ত্র এখন আর বিস্ময়ের কোন বস্তু নয় বরং প্রাত্যহিক জীবনেরই অংশ। কম্পিউটারের সাহায্যে নানা কর্ম সহজে সম্পাদনের জন্য আমরা নানা short code ব্যবহার করি যা আমরা অনেকেই জানি। তারপরেও নতুন বাবহারকারিদের কথা মাথাই রেখে আমার এই ছোট পোস্ট।
আশা করি আপনাদের কাজে লাগবে। জটিলতা এড়াতে পোস্টের বাকি অংশ ইংলিশে থাকল। ভালো থাকবেন।
PressTo
CTRL+CCopy.
CTRL+XCut.
CTRL+VPaste.
CTRL+ZUndo.
DELETEDelete.
SHIFT+DELETEDelete selected item permanently without placing the item in the Recycle Bin.
CTRL while dragging an itemCopy selected item.
CTRL+SHIFT while dragging an itemCreate shortcut to selected item.
F2Rename selected item.
CTRL+RIGHT ARROWMove the insertion point to the beginning of the next word.
CTRL+LEFT ARROWMove the insertion point to the beginning of the previous word.
CTRL+DOWN ARROWMove the insertion point to the beginning of the next paragraph.
CTRL+UP ARROWMove the insertion point to the beginning of the previous paragraph.
CTRL+SHIFT with any of the arrow keysHighlight a block of text.
SHIFT with any of the arrow keysSelect more than one item in a window or on the desktop, or select text within a document.
CTRL+ASelect all.
F3Search for a file or folder.
ALT+ENTERView properties for the selected item.
ALT+F4Close the active item, or quit the active program.
ALT+EnterDisplays the properties of the selected object.
ALT+SPACEBAROpens the shortcut menu for the active window.
CTRL+F4Close the active document in programs that allow you to have multiple documents open simultaneously.
ALT+TABSwitch between open items.
ALT+ESCCycle through items in the order they were opened.
F6Cycle through screen elements in a window or on the desktop.
F4Display the Address bar list in My Computer or Windows Explorer.
SHIFT+F10Display the shortcut menu for the selected item.
ALT+SPACEBARDisplay the System menu for the active window.
CTRL+ESCDisplay the Start menu.
ALT+Underlined letter in a menu nameDisplay the corresponding menu.
Underlined letter in a command name on an open menuCarry out the corresponding command.
F10Activate the menu bar in the active program.
RIGHT ARROWOpen the next menu to the right, or open a submenu.
LEFT ARROWOpen the next menu to the left, or close a submenu.
F5Refresh the active window.
BACKSPACEView the folder one level up in My Computer or Windows Explorer.
ESCCancel the current task.
SHIFT when you insert a CD into the CD-ROM drivePrevent the CD from automatically playing.
»» read more

উইন্ডোজের ৩০টি সেরা সফটওয়্যার ও এগুলোর কার্যকারিতা

লিখেছেনঃ খালিদ হাসান তারিখঃ ০৫/০৪/২০১০



উইন্ডোজ অপারেটিং সিস্টেম ব্যাবহার করতে গিয়ে আমরা নানা রকম সফটঅয়্যার ব্যাবহার করে থাকি।কম্পিউটার সুস্থ-সবল রাখার জন্য আমরা বিভিন্ন সফটঅয়্যার ব্যবহার করি। তাই আজ প্রায় ৩০টি মত সফটঅয়্যার এর ডাউনলোড লিঙ্ক ও তাদের কার্যকারিতা নিয়ে এই পোস্ট লিখলাম। সফওয়্যারগুলো ডাউনলোড করতে কোনো অর্থ প্রয়োজন হবে না। এগুলা সম্পুর্ন ফ্রীওয়্যার।হয়তোবা অনেকেই এগুলা ব্যাবহার করে ফেলেছেন। আবার অনেকে হয়ত করেনি।তাই যারা করেননি তাদের জন্য এই ৩০টি সফটঅয়্যার খুব উপকারে আসবে।
2010-04-04_181108

১। অ্যাডভান্সড সিস্টেম কেয়ার ফ্রি

আপনার পিসির সুরক্ষা বিধান, সমস্যা সমাধান এবং পিসিকে অবাঞ্চিত প্রোগ্রামের জটলা থেকে মুক্ত রাখতে দারুণ কার্যকরী এই সফটঅয়্যার।
ওয়েব ঠিকানা: http://www.iobit.com/advancedwindowscareper.html

২। ওয়াইজ রেজিস্ট্রি ক্লিনার ফ্রি

আপনার পিসি-র রেজিস্ট্রি (একটি ডাটাবেস যেখানে উইন্ডোজ অপারেটিং সিস্টেমের সব সেটিং এবং অপশন সংরক্ষিত থাকে) ক্লিন করে পিসির গতি বৃদ্ধি করার জন্য প্রয়োজন হবে এই ফ্রি ইউটিলিটিটি। ইউজার ইন্টারফেসটি খুবই ভাল।
ঠিকানা: http://www.wisecleaner.com

৩। সিক্লিনার

কম্পিউটার সিস্টেমকে জঞ্জালমুক্ত করার মাধ্যমে এর পারফরমেন্স বাড়াতে সাহায্য করবে এটি। এটি ব্রাউজার হিস্ট্রি, ট্র্যাশ ফাইল, টেম্পোরারি ফাইল এবং লগ ফাইল ক্লিন করতে পারে। এছাড়া অব্যবহৃত প্রোগ্রাম আনইনস্টল করার ব্যাপারেও এটি পাকা।
ওয়েব ঠিকানা: http://www.ccleaner.com

৪। অ্যাডোব রিডার ৯.১

জনপ্রিয় এই ইউটিলিটির সাহায্যে আপনি সব পিডিএফ ডকুমেন্ট খুলতে এবং সেগুলোতে কাজ করতে পারবেন। এছাড়া সব অ্যাডোব পিডিএফ ফাইল দেখা, অনুসন্ধান করা, ডিজিটাল স্বাক্ষর দেয়া এবং প্রিন্ট করার কাজও সারতে পারবেন অনায়াসে।
ঠিকানা: http://get.adobe.com/reader/

৫। পিডিএফ এক্সচেঞ্জ

এর স্ট্যান্ডার্ড ফিচারের মধ্যে আছে: কমেন্ট ও অ্যানোটেশন যোগ করা, কাস্টম স্ট্যাম্প সংযুক্ত করা, পিডিএফ পেজে সরাসরি টাইপ করা, পিডিএফ পেজ থেকে সরাসরি টেক্সট নেয়া (এক্সট্রাক্ট করা) ইত্যাদি।
ঠিকানা: http://www.docu-track.com

৬। এভিজি এন্টি ভাইরাস ফ্রি এডিশন

বিভিনড়ব ধরনের ভাইরাস ও স্পাইঅয়্যার প্রতিরোধে এ প্রোগ্রামটির সক্ষমতা প্রমাণিত। এটি উইন্ডোজ এক্সপি ও পরবর্তী উইন্ডোজ ভারসনগুলোর সঙ্গে কমপ্যাটিবল।
ওয়েব ঠিকানা: http://free.avg.com/ww-en/homepage

৭। এভিরা এন্টিভাইরাস

প্রফেশনাল – ফ্রি এডিশন বিভিনড়ব ভাইরাস, স্পাইঅয়্যার, ওয়ার্ম ও ট্রোজানের বিরুদ্ধে আপনার কম্পিউটারের মৌলিক প্রতিরক্ষা নিশ্চিত করে। ৫টি ভিনড়ব ভিনড়ব ভাষায় পাওয়া যায়।
ওয়েব ঠিকানা: http://www.freeav. com/en/products/index.html

৮। আভান্ট ব্রাউজার

মৌলিক ওয়েব ব্রাউজিং সক্ষমতার পাশাপাশি এর অন্যান্য ফিচারের মধ্যে আছে বুকমাকর্, আরএসএস ফিড, কনফিগারেশন এবং ওয়েব পাসওয়ার্ড সেভ করে রাখার ব্যবস্থা।
ওয়েব ঠিকানা:

৯। ওপেনঅফিস ৩.০

এটি উইন্ডোজের জন্য একটি ওপেন সোর্স অফিস স্যুইট। এরই মধ্যে ব্যাপক জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হযেছে। মাইμোসফট ওয়ার্ড এবং এক্সেলের যোগ্য বিকল্প হিসেবে স্বীকৃত। একই সঙ্গে প্রেজেন্টেশন, ডাটাবেস ব্যবস্থাপনা ইত্যাদির জন্য নির্ভরযোগ্য অ্যাপিকেশনও এই স্যুইটে আছে।
ওয়েব ঠিকানা: http://www.openoffice.org/

১০। ড্রপবক্স

এ সফটঅয়্যাটির সাহায্যে আপনি অনলাইনে আপনার ফাইলগুলো সেভ ও অন্যদের সঙ্গে শেয়ার করতে পারবেন। সর্বোচ্চ ২ গিগাবাইট ডাটা ড্রপবক্সে রাখা যাবে। ইন্টারনেটে ফাইল শেয়ারিং-এর সুবিধার জন্য ড্রপবক্স প্রচুর জনপ্রিয়তা পেয়েছে।
ওয়েব ঠিকানা: https://www.dropbox.com/

১১। স্কাইপে

এটি একটি ভিওআইপি ভিত্তিক অ্যপিে কশন যার সাহায্যে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে ভয়েস কল করতে পারবেন। কম্পিউটার থেকে কম্পিউটারেও ফ্রি কল করতে পারবেন।
ওয়েব ঠিকানা:

১২। স্মার্ট ডিফ্র্যাগ

উইন্ডোজ-এ যদিও ‘ডিস্ক ডিফ্র্যাগমেন্টর’ নামে একটি ইউটিলিটি আছে, সেটির চাইতে স্মার্ট ডিফ্র্যাগ নামের এই ইউটিলিটিটি আরো কার্‌যকর।
ওয়েব ঠিকানা:

১৩। ডাউনলোড অ্যাকসিলারেটর প্লাস

ইন্টারনেট থেকে ফাইল ডাউনলোড ব্যবস্থাপনা করার জন্য খুবই নির্ভরযোগ্য সফটঅয়্যার। ৩৮টি ভিন ভাষায় পাওয়া যায়।
ওয়েব ঠিকানা: http://www.speedbit.com/

১৪। ফ্ল্যাশ পেয়ার

ফ্ল্যাশ দিয়ে তৈরি মাল্টিমিডিয়া প্রোগ্রাম পেকরার জন্য আদর্শ সফটঅয়্যার। ওয়েব ঠিকানা:http://www.adobe.com/products/flashplayer/

১৫। ভিএলসি মিডিয়া পেয়ার

ডিভিডি, ভিসিডি এবং বিভিনড়ব মিডিয়া প্রটোকলের সঙ্গে কাজ করতে পারে এই মিডিয়া পেয়ারটি। এমপিইজি-১, এমপিইজি-২, এমপিইজি-৪, এমপিথ্রি, ডিভএক্স ইত্যাদি অডিও ও ভিডিও ফরম্যাট সমর্থন করে।
ঠিকানা: http://www.videolan.org/vlc/

১৬। ইউটিউব ডাউনলোডার

ইউটিউব, গুগল ভিডিও, ইয়াহু ভিডিও এবং আরো অনেক সাইট থেকে ভিডিও ডাউনলোড করার জন্য কার্যকর সফটঅয়্যার প্রোগ্রাম। এছাড়া ডাউনলোড করা ভিডিওকে আইপড, আইফোন, সেল ফোন, পিএসপি, উইন্ডোজ মিডিয়া, এক্সভিআইডি এবং এমপিথ্রি-র জন্য ফরম্যাটও করে নেয়া যাবে।
ওয়েব ঠিকানা:

১৭। ইরফানভিউ

একটি ইমেজ ভিউয়ার প্রোগ্রাম, যেটির সাহায্যে বিভিনড়ব ফরম্যাটের ভিডিও/অডিও ফাইল প্রদর্শন, সম্পাদনা ও কনভার্ট করা যায়। এর বিভিনড়ব বৈশিষ্ট্যের মধ্যে আছে ব্যাচ কনভারশন, মাল্টিপাগ টিআইএফ এডিটিং, ফাইল সার্চ, ইমেইল অপশন ইত্যাদি।
ওয়েব ঠিকানা: www.irfanview.com

১৮। নোটপ্যাড ++

একাধিক প্রোগ্রামিং ল্যাংগুয়েজের জন্য সাপোর্ট সমৃদ্ধ এ প্রোগ্রামটি একটি আদর্শ সোর্স কোড এডিটর হিসেবে স্বীকৃত। এর সার্চ এন্ড রিপেস অপশনটিও দারুণ। আছে উনড়বত বুকমার্কিং এবং মাল্টি-ডকুমেন্ট সাপোর্ট ফিচারও।
ওয়েব ঠিকানা: http://notepadplus.sourceforge.net/uk/site.htm

১৯। টেক্সটপ্যাড

এই টেক্সট এডিটর প্রোগ্রামটির সাহায্যে বিশাল সব ফাইলকে সম্পাদনা করা যায়। অনড়বত সার্চ এন্ড রিপেস, একই সঙ্গে একাধিক ফাইল এডিট করার সুবিধাসহ অন্যান্য ফিচার একে আকর্ষণীয় করে তুলেছে।
ওয়েব ঠিকানা:

২০। ওয়ার্ড ওয়েব

দেড় লক্ষের মত ইংরেজি শব্দের সংজ্ঞা, সমার্থক শব্দ এবং ব্যবহারবিধি পাওয়া যাবে এই প্রোগ্রামে। এছাড়া আছে উচ্চারণ করে শোনানোর ব্যবস্থাও।
ওয়েব ঠিকানা: http://wordweb.info/

২১। ইয়েসাস পার্টিশন ম্যানেজার

হার্ড ড্রাইভের পার্টিশন ব্যবস্থাপনার জন্য একটি চমৎকার সফটঅয়্যার। এর সাহায্যে ডাটা লস ছাড়াই নির্বিঘেড়ব পার্টিশন রিসাইজ এবং মুভ করানো যায়। এছাড়া পার্টিশন তৈরি, মার্জ, স্পিট,ডিলিট এবং পরম্যাট করায়ও এটি পারদর্শী। হার্ড ড্রাইভে ২ টেরাবাইট পর্যন্ত পার্টিশন সাপোর্ট করে।
ওয়েব ঠিকানা: http://www.partitiontool.com/personal.htm

২২। আনডিলিট পাস

ভুল করে ডিলিট করে ফেলা ফাইল পুনরুদ্ধারের জন্যই তৈরি হয়েছে এই প্রোগ্রাম। একই সঙ্গে স্মার্ট মিডিয়া, কমপ্যাক্ট ফ্ল্যাশ, মাল্টিমিডিয়া এবং সিকিউর ডিজিটাল কার্ড থেকেও এটি হারিয়ে যাওয়া ফাইল পুনরুদ্ধার করতে পারে।
ওয়েব ঠিকানা: http://www.undeleteplus.com/

২৩। ভিডিও এমপিথ্রি এক্সট্রাক্টর ১.৮

এভিআই, এএসএফ এবং ডবুএমভি ফরস্যাটের ভিডিও ফাইলকে এমপিথ্রিতে কনভার্ট করে এই প্রোগ্রাম। ইউজার ইন্টারফেসটিও বোঝা এবং আত্মস্থ করাও খুব সহজ।
ওয়েব ঠিকানা: www.geovid.com

২৪। ডায়াগ্রাম ডিজাইনার ১.২২

ফ্লোচার্ট, ইউএমএল ক্লাস ডায়াগ্রাম, ইলাসট্রেটশন এবং ¯াইড শো তৈরির জন্য দারুণ কার্যকর এই ফ্রি সফটঅয়্যারটি।
ওয়েব ঠিকানা: http://meesoft.logicnet.dk/

২৫। অ্যাপাচি

এটি একটি ফ্রি এবং ওপেন সোর্স এইচটিটিপি ওয়েব সার্ভার। এটিই প্রথম ওয়েব সার্ভার সফটঅয়্যার যেটি ১০০ মিলিয়ন ওয়েব সাইটের স্পর্শ করতে সক্ষম হয়েছে। সে হিসেবে এটি বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওয়েব সার্ভার সফটঅয়্যারও।
ওয়েব ঠিকানা: http://www.apache.org/

২৬। পিজিন

এমএসএন, ইয়াহু, এআইএম গুগল টক এবং অন্যান্য চ্যাট নেটওয়ার্ক-এর জন্য সাপোর্টসমৃদ্ধ একটি ফ্রি চ্যাট ক্লায়েন্ট সফটঅয়্যার এই পিডগিন। ৬০টিরও বেশি ভাষা সাপোর্ট করে এটি।
ওয়েব ঠিকানা: http://www.pidgin.im

২৭। ফ্রি ভিডিও টু আইপড এন্ড পিএসপি কনভার্টার

সম্পূর্ণ ভিডিও বা তার অংশবিশেষকে অ্যাপল আইপড, সনি পিএসপি, ব্যাকবেরি এবং মোবাইল ফোনে ব্যবহারের জন্য এমপিফোর ভিডিও ফরম্যাটে কনভার্ট করা যায়।
ঠিকানা: http://www.dvdvideosoft.com

২৮। লাইমঅয়্যার

এ প্রোগ্রামটির সাহায্যে ইউজাররা পিয়ার টু পিয়ার নেটওয়ার্কের সঙ্গে সংযুক্ত হতে এবং নিজেদের ইচ্ছে অনুযায়ী যে কোনো ফাইল শেয়ার করতে পারবেন। দ্রুত স্টার্ট আপ এবং কম ওয়েইটিং টাইম এর আরেকটি অন্যতম বৈশিষ্ট্য।
ওয়েব ঠিকানা:

২৯। গিম্প

এটি অ্যাডোব ফটোশপের মত একটি ইমেজ এডিটর প্রোগ্রাম। যারা ফটোশপ ব্যবহার করে অভ্যস্ত তাদের জন্য ফটোশপের সবচেয়ে সেরা ফ্রি বিকল্প এই সফটঅয়্যারটি। ফটোশপের সব ফিচারই আছে এতে।
ঠিকানা: http://www.gimp.org/windows/

৩০। মাইএসকিইউএল

মাইএসকিউএল বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ওপেন সোর্স রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম। ছোট থেকে মাঝারি আকারের ডাটাবেস ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় সমস্ত সুযোগ সুবিধা এতে আছে।
ওয়েব ঠিকানা:
একটু বেশি লিখে ফেললাম। অনেক বেশি স্ক্রলিং হয়ে গেছে। তবুও এতটুকু যদি আপনার কাজে লাগে তবে আমার লেখা সার্থক হবে।একটি কথা  বলতে চাই দ্রুত লিখতে গিয়ে অনেক বানান ভুল করে ফেলেছি। আশা করি আপনারা সেটি ক্ষমা সুন্দর  দৃষ্টিতে দেখেবেন।আর মতামত দিতে ভুলবেননা।মতামত পেলে খুবই অনুপ্রানিত হব।ধন্যবাদ এবং শুভ কামনা রইল।
»» read more

উইন্ডোজের সেরা ৯০টি ফ্রী সফটওয়্যার!

লিখেছেনঃ আল-আমিন বাবর তারিখঃ ০৮/০৩/২০১১


এবার এলাম এক ঝাক উইন্ডোজ সফটওয়্যার নিয়ে। প্রায় ৯০ টি ফ্রী উইন্ডোজ সফটওয়্যার।  আশাকরি আপনার দৈনন্দিন কাজের পূর্ণ অংশই মেটাতে সক্ষম হবে এগুলো। আমি পোস্টের মাঝে সফটওয়্যারের নাম, ডাউনলোড লিংক এবং সাথে এক বা দুই লাইনের একটা রিভিউ দেয়ার চেষ্টা করেছি। আশা করি উইন্ডোজ ইউজারদের পোস্টটা কাজে লাগবে।



avast! Free Antivirus
ভাইরাস এবং ট্রোজানের বিরুদ্ধে সুরক্ষা দিতে এক্সপার্ট। ডাউনলোড
AntiVir Free Version
লাইটওয়েট এবং সলিড। ভাল রেটিং আছে। দেখতেও মোটামুটি। ডাউনলোড
Microsoft Security Essentials
সিম্পল, হালকা পাতলা এবং হেভি প্রোটেক্টিভ একটা সুট। অনেকেই পেইড এন্টিভাইরাসগুলোর সাথে খুবই ভালভাবে পাল্লা দিতে সক্ষম। ডাউনলোড
Comodo Internet Security
ফ্রী সিকিউরিটি সুট, একই সাথে ফায়ারওয়াল এবং এন্টিভাইরাস প্রোটেকশন। ডাউনলোড
AVG Antivirus Free Edition
এভাস্ট এবং এভিরার মত ততটা ভাল না হলেও মোটামুটি চলনসই। আর সবচেয়ে জনপ্রিয় ফ্রী এন্টিভাইরাস। ডাউনলোড
Spybot S&D
যেকোন এন্টিভাইরাসের সাথে মিলেমিশে একসাথে স্পাইওয়্যার ডিটেক্ট করে এবং রিমুভ করে। ডাউনলোড
Malwarebytes’ Anti-Malware
সহজ ইন্টারফেস, সিম্পল এবং কার্যকরী এন্টি ম্যাল ওয়্যার এপ্লিকেশন। ডাউনলোড
IObit Security 360 Free
এডভান্সড স্পাইওয়্যার এবং ম্যালওয়্যার রিমুভাল ইউটিলিটি। ডাউনলোড
PC Tools Firewall Plus 6
এক্সিলেন্ট ফায়ারওয়াল, খুবই কার্যকরী প্রোটেকশন দিতে সক্ষম। ডাউনলোড
Comodo Firewall (standalone)
অনেকদিন ধরেই এটাকে সেরা ফ্রী ফায়ারওয়াল টুলস হিসেবে গণ্য করা হয়।ডাউনলোড
Online Armor Free
সাধারণ একটা ফায়ারওয়ালের সব ফিচার তো আছেই, বলা যায় আরও বেশি কিছুই আছে। ডাউনলোড
Ashampoo FireWall Free
খুবই সহজ একটা নেভিগেশন ইন্টারফেস সম্পন্ন। মাঝামাঝি ইউজারদের জন্য খুবই ভাল জিনিস। ডাউনলোড
ZoneAlarm Free Firewall
এডভান্সড ইউজারদের জন্য সবচেয়ে ভাল ফায়ারওয়াল প্রোটেকশন দিতে সক্ষম।ডাউনলোড
Auslogics Disk Defrag
সিম্পল, রিলায়েবল এবং ফাস্ট। একটা মস্ট হ্যাভ পিসি টুল। অনেকের মতেই নাম্বার ওয়ান টুল। ডাউনলোড
Defraggler
আরেকটা অসাধারণ ডিফ্যাগমেন্ট টুলস। পোস্টেবল, ইন্সটল করার ঝামেলা নেই। ডেভেলপার হিসেবে আছে জনপ্রিয় সফটওয়্যার সিক্লিনারের ডেভেলপাররা।ন ডাউনলোড
IObit Smart Defrag
ব্যবহার করা খুবই সহজ। সবসময় ব্যকগ্রাউন্ডে কাজ করতে থাকে।ডাউনলোড
Recuva
ডিলেটেড ফাইলগুলা রিস্টোর করার জন্য খুবই কার্যকর। এবং জনপ্রিয়ও বটে।ডাউনলোড
FreeUndelete
খুব বেশি অপশন নেই, কিন্তু নিজের কাজের বেলায় খুবই এক্সপার্ট। ডাউনলোড
ADRC Data Recovery Software
রেকুভার মত এতটা জনপ্রিয় না হলেও এর নিজের ইউজারবেস এবং ফ্যান সংখ্যা খুব একটা কম না। ডাউনলোড
Revo Uninstaller Free
যে কোন কিছু আনইন্সটল করার কাজে খুবই দ্রুত এবং কার্যকরী। এই কাজের জন্য জনপ্রিয় একটা বাছাই। ডাউনলোড
IObit Uninstaller
এই জগৎএ বাচ্ছাই বলা যায়। জনপ্রিয়তা পাচ্ছে আস্তে আস্তে। এমন কিছু ফিচার আছে যা অন্য আনইন্সটলারে নেই। ডাউনলোড
Absolute Uninstaller
অন্যদুটোর চেয়ে কম জনপ্রিয়। তবে এটার ইন্টারফেস অনেক সহজ। ডাউনলোড
Mozy
স্মার্ট, হাইলি সিকিউরড এবং set-it-and-forget-it ব্যাকআপ সলুশন। এটা অনলাইনে ডাটার ব্যাকআপ রাখে। ডাউনলোড
FBackup
এটা ফাইল, ডকুমেন্ট, পার্সোনাল সেটিংস এবং প্লাগইনগুলোর ব্যকআপ নিয়ে থাকে।ডাউনলোড
Clonezilla
এটা একটা লাইভসিডি, যেটা দিয়ে আপনি আপনার পুরো হার্ডডিস্কের ক্লোন তৈরী করতে পারবেন। ডাউনলোড
SyncBack Freeware
সিলেক্টিভ সিন্ক্রোনাইজেশন। লোকাল এর পাশাপাশি যেকোন এফটিপি সার্ভারে রিমোট ব্যকআপও নিতে পারবেন। ডাউনলোড
Todo Backup
পুরো অপারেটিং সিস্টেম, প্রোগ্রাম সেটিংস, ব্রাউজার ডাটা, ইমেইল এবং অন্যান্য ডাটা ব্যকআপ নিতে সক্ষম। ডাউনলোড
Glary Utilities
১৫ টির উপর কার্যকরী টুলসের একটা বাইন্ডিং এটা, অনেকজায়গা থেকেই অনেকবার রিকমেন্ড করা হয়েছে।ডাউনলোড
CCleaner
সবমিলিয়ে খুবই হাই স্কোরিং একটা সফটওয়্যার এটা। এসময়ের সবচেয়ে জনপ্রিয় বাছাই এই ক্যাটেগরিতে। অন্যগুলোর মত অবশ্য এত বেশি ফিচার নেই। ডাউনলোড
IObit Toolbox
এই ফ্রী ইউটিলিটিটার মাঝে যত সংখ্যক সিস্টেম মেইনটেনেস্ট টুলস আছে তা সত্যিই আশ্চর্যজনক। ডাউনলোড
Google Chrome
সবচেয়ে দ্রুতগতির এবং মিনিমাল ডিজাইনের ব্রাউজার। এখন এটার সাথে এক্সটেনশন সাপোর্টও যোগ হয়েছে। ডাউনলোড
Firefox
এর আছে ৬০০০+ এডঅনের এক বিশাল গ্যালারী। সবরকম ফিচারই এটায় এড করা সম্ভব। এখন পর্যন্ত সবচেয়ে বেশি কাস্টমাইজেবল ব্রাউজার এটা। ডাউনলোড
Opera
এখন পর্যন্ত সবচেয়ে বেশি ফিচার সম্পন্ন এবং এডভান্সড ব্রাউজার হচ্ছে ওপেরা।ডাউনলোড
Safari
এটা মূলত ম্যাকের জন্য বানানো হলেও উইন্ডোজে অনেকেরই প্রিয় ব্রাউজার এটা। সাথে এক্সটেনশন সাপোর্টও আছে। ডাউনলোড
Thunderbird
এটা এমনিতেই জনপ্রিয়, তারউপর দিনদিন আরও বেশি জনপ্রিয় হচ্ছে। আমার মতে যে কোন প্ল্যাটফর্মে সেরা মেইল ক্লায়েন্ট এটা।ডাউনলোড
Postbox Express
সিম্পল, কিন্তু শক্তিশালী এবং উইন্ডোজের জন্য খুবই নতুন একটা মেইল ক্লায়েন্ট।ডাউনলোড
Google Notifier
এটা জিমেইলে নতুনকোন মেইল এলে আপনাকে নোটিফাই করবে। ডাউনলোড
Skype
সবচেয়ে জনপ্রিয় ক্রস প্ল্যাটফরম ভিওআইপি এপ্লিকেশন। আপনি যদি অনলাইনে থাকেন তবে আপনার জন্য আবশ্যিক একটা এপস।ডাউনলোড
Pidgin
সহজে ব্যবহার যোগ্য, ক্রস প্ল্যাট ফরম এবং মাল্টি প্রটোকল চ্যাট ক্লায়েন্ট। বেশিরভাগ চ্যাট প্রটোকলগুলোই সাপোর্ট করে। ফেসবুক চ্যাটও করতে পারবেন এটা দিয়েই। ডাউনলোড
Digsby
মাল্টি প্রটোকল আইএমের জন্য আরেকটা অল্টারনেটিভ।  এটাও ক্রস প্ল্যাটফরম, জনপ্রিয়ও। ডাউনলোড
Paint.NET
একেবারে নতুনদের জন্য ফটোশপের শক্তিশালী সাবস্টিটিউট। ডাউনলোড
FastStone Image Viewer
সেরা ইমেজ ভিউয়ারগুলোর মাঝে এটা একটা। একই সাথে কনভার্টার এবং এডিটরও বটে। ডাউনলোড
IrfanView
ইমেজ ভিউয়ার বা এডিটর হিসেবে এটাকে সুইস আর্মি নাইফ বলা যেতে পারে। অস্বাভাবিক জনপ্রিয় একটা টুলস।ডাউনলোড
Google Picasa
আমার দেখা সবচেয়ে পাওয়ারফুল ফটো ম্যানেজার। গুগলের জিনিস মানেই নাম্বার ওয়ান। এটার সাথে আছে ওয়ান ক্লিক ফটো রিটাচিং, ইজি অনলাইন ফটো শেয়ারইল সহ নানা রকম সুবিধা। ডাউনলোড
GIMP
খুবই ফিচার বহুল ফটোশপ লাইক ফটো এডিটর। এটাকে ফটোশপের ফ্রী অল্টারনেটিভ হিসেবে গণ্য করা হয়। ডাউনলোড
PhotoScape
আরেকটা ভাল ফটো এডিটিং এপ্লিকেশন।ডাউনলোড
foobar2000
উইন্ডোজের জন্য হাইলি কাস্টমাইজেবল একটা অডিও প্লেয়ার। ডাউনলোড
Songbird
মজিলার কোডের উপর নির্মিত জনপ্রিয় মিউজিক প্লেয়ার। এটায় ফায়ারফক্সের মত এডঅনের সাপোর্টও আছে। ডাউনলোড
Audacity
সাউন্ড রেকর্ডিং এবং এডিটিং এর জন্য খুবই জনপ্রিয় ওপেনসোর্স সফটওয়্যার।ডাউনলোড
iTunes
মিউজিক প্লেয়ার এবং ভিডিও লাইব্রেরী অর্গানাইজার। এটা দিয়ে আপনি আইটিউনস স্টোরেও কানেক্ট করতে পারবেন।ডাউনলোড
MediaMonkey
ফুল ফিচার্ড মিউজিক প্লেয়ার এবং মিউজিক কালেকশন অর্গানাইজার। ডাউনলোড
Winamp
পরিচিত, লাইটওয়েট মিউজিক প্লেয়ার।ডাউনলোড
CopyTrans Manager
অল্টারনেটিভ আইপড ম্যানেজার এপ্লিকেশন। আইপড, আইফোন এবং আইপ্যাড থেকে মিউজিক ট্রান্সফার এবং সিঙ্কিং করে।ডাউনলোড
VLC Media Player
খুবই জনপ্রিয় ক্রস প্ল্যাটফর্ম ভিডিও এপ্লিকেশন। এটা বেশিরভাগ ফরম্যটের ভিডিওই চালাতে সক্ষম। ডাউনলোড
Handbrake
ওপেনসোর্ট, ক্রস প্ল্যাটফর্ম, মাল্টি থ্রেডেড ভিডিও ট্রান্সকোডার এবং কনভার্টার।ডাউনলোড
VirtualDub
ওপেনসোর্স এবং পোর্টেবল ভিডিও এডিটর।ডাউনলোড
Media Player Classic
উইন্ডোজ মিডিয়া প্লেয়ারের একটা রেপ্লিকা। শুধুমাত্র বেসিক কন্ট্রোল অপশন গুলা আছে। অনেকগুলো ফরম্যাট প্লে করতে পারে।ডাউনলোড
Freemake
সহজে ব্যবহার যোগ্য এবং ফ্রী ভিডিও কনভার্টার এবং ডিভিডি বার্নার।ডাউনলোড
OpenOffice
মাইক্রোসফট অফিসের জনপ্রিয় এবং ফ্রী বিকল্প। ডাউনলোড
Dropbox
সবার জন্যই আবশ্যিক একটা এপ্লিকেশন। ইন্টারনেটে বা অন্য পিসি্ম্যাকের সাথে ফোল্ডার সিন্ক্রোনাইজেশন করে। শেয়ার্ড ডকুমেন্টের সুবিধাও আছে। ডাউনলোড
Notepad++
জনপ্রিয় ওপেনসোর্স টেক্সট এডিটর। মূলত প্রোগ্রামারদের কাছে এটা খুবই এবং খুবই জনপ্রিয় ডাউনলোড
FoxIt Reader
এডোবরিডারের খুবই হালকা পাতলা একটা বিকল্প। পিডিএফ ফাইল ওপেন করে।ডাউনলোড
doPDF
যেকোনো উইন্ডোজ প্রোগ্রাম থেকে মাত্র দুই ক্লিকে যেকোন ডকুমেন্ট এবং পিকচারকে পিডিএফ এ কনভার্ট করে। ডাউনলোড
Fences
ডেস্কটপ আইকনগুলোকে ভিউজিয়ালি অর্গানাইজ করার জন্য কনটেইনার সৃষ্টি করে।ডাউনলোড
Rainlender
উইন্ডোজ ডেস্কটপের জন্য খুবই সহজে ব্যবহারযোগ্য এবং লাইওয়েট ক্যালেন্ডার।ডাউনলোড
Evernote
আপনার আইডিয়াগুলোকে অন দা গো সেভ করে রাখুন, যে কোন জায়গা থেকে নোট নিন। এবং নোটগুলোকে ওভার ইন্টারনেট যেকোন জায়গা থেকে একসেস করুন। হাইলি রিকমেন্ডেড। ডাউনলোড
VirtuaWin
আপনার কাজকে গ্রুপিংয়ের জন্য মাল্টিপল ভার্চুয়াল ডেস্কটপ তৈরী করে। হাইলি কাস্টমাইজেবল। ডাউনলোড
Launchy
পাওয়ারফুল, কী স্ট্রোক বেজড লঞ্চার। স্টার্ট বাটনকে রিপ্লেস করে। ডাউনলোড
7-zip
আপনার সবধরণের এক্সট্র্যাক্ট/কমপ্রেশনের কাজের জন্য যথপযুক্ত। ডাউনলোড
Universal Extractor
৫০ টার উপর ফাইল ফরম্যাট সাপোর্ট সহ ইউনিভার্সাল এক্সট্রাক্টর সুপার একটা জিনিস।ডাউনলোড
IZArc
সব আর্কাইভ নিয়ে কাজ করার জন্য একটা ইউটিলিটি। প্রায় সবধরণের ফরম্যাটই সাপোর্ট করে। ডাউনলোড
ImgBurn
CD/DVD/HD-DVD/Blu-ray বার্ণিং এপ্লিকেশন। সিডি এবং ডিভিডি থেকে ইমেজ ফাইলও বানাতে পারবেন। ডাউনলোড
CDBurnerXP
নীরো বার্নিং রমের সবচেয়ে জনপ্রিয় ফ্রী অল্টারনেটিভ। CD, DVD, Blu-Ray এবং HD-DVD বার্ণ করে। ডাউনলোড
bitRipper
আপনার ডিভিডিকে AVI ফাইল বাMpeg হিসেবে হার্ডডিস্কে ব্যাকআপ রাখে। ডিভিডির জন্য খুবই ভাল একটা ব্যকআপ টুল।ডাউনলোড
CDex
ওপেনসোর্স ডিজিটাল অডিও সিডি এক্সট্র্যাক্টর। সিডি ট্র্যাকগুলোকে এমপিথ্রি হিসেবে সেভ করে। ডাউনলোড
DuBaron CD2ISO
সিডি এবং ডিভিডি থেকে আইএসও ইমেজ এক্সট্র্যাক্ট করার জন্য খুবই ভাল একটা টুলস। সিম্পল এবং সহজে ব্যবহার যোগ্য।ডাউনলোড
Virtual CloneDrive
আইএসও ইমেজ (CD/DVD images) ফাইলগুলোকে ওপেন এবং প্লে করার জন্য একটা ভার্চুয়াল ড্রাইভ মাউন্ট করে।ডাউনলোড
DVDShrink
সবচেয়ে সহজ এবং বেটার ফ্রী ডিভিডি রিপিং এবং ব্যাকআপ টুল। ডাউনলোড
uTorrent
স্পীডি, এফিশিয়েন্ট এভল ফ্রী। সবচেয়ে জনপ্রিয় বিটটরেন্ট ক্লায়েন্ট। ডাউনলোড
Deluge
অসাধারণ একটা ক্রসপ্ল্যাটফরম বিটরেন্ট ক্লায়েন্ট। ডাউনলোড
YouTube Downloader HD
মাউসের কয়েকটা ক্লিকেই ইউটিউব ভিডিও ডাউনলোড করে ফেলে। ডাউনলোড
LastPass
ব্রাউজারগুলোতে পাসওয়ার্ড স্টোর এবং সিনক্রোনাইজেন করার জন্য নিরাপদ প্লাগইন। ডাউনলোড
Unlocker
অপ্রয়োজনীয় প্রোগ্রাম বা সিস্টেম প্রসেসকে কিল করে বা আনলক করে। ডাউনলোড
PortableApps Suite
প্রয়োজনীয় পোর্টেবল এপসগুলোর এক বিরাট কালেকশন। যেকোন কিছুতে করে আপনার এপসগুলোকে বহন করতে পারবেন।ডাউনলোড
TreeSize Free
আপনার মূল্যবান হার্ডডিস্ক স্পেস কোথায় গেলো তা দেখানোই এর কাজ। ডাউনলোড
EASEUS Partition Master
অল-ইন-ওয়ান পার্টিশন ম্যানেজার। পার্টিশন বানানো, রিসাইজ,এবং মার্জ করুন খুবই সহজে। ডাউনলোড
TrueCrypt
ফ্রী ওপেন সোর্স ক্রস প্ল্যাটফর্ম ডিস্ক এনস্ক্রিপশন সফটওয়্যার। সেনসিটিভ ফাইলগুলোকে তালা মেরে দিন এবং লুকিয়ে ফেলুন। ডাউনলোড
Soluto
অপ্রয়োজনীয় এপ্লিকেশনগুলোকে স্টার্টআপ থেকে সরিয়ে উইন্ডোজের বুটআপ টাইম দ্রুক করে। খুবই কার্যকরী। ডাউনলোড
আমি নিজে একজন লিনাক্স ইউজার। এখানকার বেশিরভাগ সফটওয়্যারই আমার ব্যবহার করা হয়নি। তবে ক্রস-প্ল্যাটফর্মগুলার মোটামুটি সবই টেস্ট করা হয়েছে। তাই রিভিউতে টুকটাক ভুল থাকতেই পারে।
ধন্যবাদ সবাইকে, ভাল থাকুন।
»» read more